Post Header
সামনের দিনগুলিতে, Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা) -এ আমরা একটি কোড -পরিবর্তন আনছি যা কর্ম প্রতি অনুরাগীদল, চরিত্র, সম্পর্ক, আর অতিরিক্ত সংযোজন ব্যবহারের সংখ্যা সীমাবদ্ধ করে। ৭৫ সংযোজনের এই সীমাটি নতুন কর্ম এবং আগে থেকে বিদ্যমান থাকা কর্ম দুই ক্ষেত্রেই প্রয়োগ করা হবে, তবে আগে থেকেই থাকা কর্মগুলির কোন সংযোজন স্বয়ংক্রিয়ভাবে সরানো হবে না।
সংযোজন ব্যবহারে সীমা কেন দেওয়া হচ্ছে?
সংযোজন ব্যবহারে সীমা থাকলে তা :
- কর্ম সম্বন্ধীয় তথ্যের দৈর্ঘ্য পরিমিত রাখতে সাহায্য করবে, কর্মের তালিকা দেখার/শোনার অভিজ্ঞতা উন্নত হবে আর
- স্রষ্টাদের উৎসাহিত করবে তাঁদের কর্মের অতি গুরুত্বপূর্ণ ও প্রাথমিক উপাদানগুলিকেই কেবলমাত্র সংযোজন করতে, যাতে অনুসন্ধানের ফলাফল(সার্চ রেসাল্ট) এর গুণমানের উন্নতি হবে।
৭৫টি সংযোজন কেন?
আমরা AO3-তে থাকা সব কর্ম দেখেছি ও নির্ণয় করেছি যে:
- কর্ম প্রতি সংযোজনের গড় সংখ্যা হল ১৭,
- কর্ম প্রতি সংযোজনের সংখ্যা সর্বসাধারণত ১১টি, এবং
- ০.৫% কর্মের ৭৫টির বেশি সংযোজন আছে।
কর্ম প্রতি মোট ৭৫টি অনুরাগীদল, চরিত্র, সম্পর্ক, আর অতিরিক্ত সংযোজন সংযোজনের সীমা বেশির ভাগ স্রষ্টাদেরই তাঁদের কর্ম সম্বন্ধীয় তথ্য পরিমিত দৈর্ঘ্যে সীমাবদ্ধ রেখেও কর্মের বিষয়বস্তু বর্ণনা করার জন্য যথেষ্ট জায়গা দেবে।
মান(রেটিং), বিভাগ, আর সতর্কবার্তা কেন এই সীমায় ধরা হচ্ছে না?
মান(রেটিং), বিভাগ, আর সতর্কবার্তা-র আগে থেকেই নিজস্ব সীমা আছে। একটি কর্মের কেবলমাত্র একটি গুণমান হতে পারে, আর একটি কর্মের বিভাগ ও সতর্কবার্তা-র সংখ্যা প্রকাশনা বিন্যাস (ফর্ম) -এ থাকা বিকল্পগুলির দ্বারা সীমিত।
কোন স্রষ্টার কর্মে মোট ৭৫টি অনুরাগীদল, চরিত্র, সম্পর্ক, আর অতিরিক্ত সংযোজন এর বেশি আছে দেখলে আমি কি করব?
কিছুই না! যেই কর্মগুলি সংযোজন সীমা ছাড়িয়ে যাচ্ছে তারা Terms of Service (পাতাটা ইংরেজিতে) লঙ্ঘন করে না আর তাদের বিরুদ্ধে অপব্যবহার নিবারণ সমিতি বা সহায়তা সমিতির কাছে অভিযোগ করা উচিত নয়।
সেইসব কর্ম যা আগে প্রকাশিত হয়ে গেছে, কিন্তু যাতে মোট অনুরাগীদল, চরিত্র, সম্পর্ক, আর অতিরিক্ত সংযোজন ৭৫টির বেশি, তাদের কি হবে?
কিছুই না! সেই কর্ম তার সমস্ত সংযোজন রাখতে পারবে।
কিন্তু, কর্মের স্রষ্টা যদি কর্মটিকে সম্পাদনা করতে চান বা আরও একটি অধ্যায় যোগ করতে চান, তাঁকে কর্মের পরিবর্তনগুলি সংরক্ষণ(সেভ) করার আগে তাঁর কর্মের অনুরাগীদল, চরিত্র, সম্পর্ক, এবং/অথবা অতিরিক্ত সংযোজন কয়েকটি সরিয়ে দিতে হবে। (একটি ত্রুটি - বার্তা (এরর মেসেজ) স্রষ্টাকে বলবে ঠিক কতগুলি সংযোজন অপসারণ করতে হবে।)