AO3 News

Post Header

Published:
2022-10-17 11:19:58 UTC
Original:
October 2022 Membership Drive: Thanks for your Support
Tags:

রূপান্তরাত্মক কর্মের সংস্থার সদস্য সংগ্রহ অভিযান, ১৪ই-১৬ই অক্টোবর, ২০২২

আমাদের অক্টোবরের সদস্য সংগ্রহ অভিযান শেষ হয়েছে, আর আমরা আপনাদের সমর্থনের জন্যে অত্যন্ত কৃতজ্ঞ। আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে ৭৮টা দেশ থেকে ৭৬৮৩ জন দাতার সাহায্যে আমরা মোট মার্কিন$২,৭৬,৪৬৭.৬৯ অর্থ সংগ্রহ করতে পেরেছি! আমরা বিশেষভাবে খুশি যে ৬১৪৭ জন তাদের অর্থ-দানের দ্বারা OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)-র সদস্যপদ নতুন নিয়েছেন বা পুনর্নবীকরণ করেছেন।

সদস্য সংগ্রহ অভিযান আপাতত শেষ হলেও, আমরা সারা বছরই অর্থ-দান গ্রহণ করি। আপনি বছরের যে কোন সময়ে একজন ভোটদানকারী সদস্য হতে পারেন—তবে আগস্ট মাসে আমাদের বাৎসরিক OTW-র পরিচালক সমিতির নির্বাচনে ভোটদানের যোগ্যতালাভের জন্যে আপনাকে জুন মাসের ৩০ তারিখের মধ্যে যোগ দিতে হবে।

আমাদের উন্নয়ন ও সদস্যপদ সংক্রান্ত সমিতি এখন আপনাদের উপহারগুলি ডাকের দ্বারা আপনাদের কাছে পাঠানোর কাজে ভীষণ ব্যস্ত। এই সময়ে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানতে চাই। আমরা আপনাদের এতরকমভাবে সমর্থন ছাড়া এখানে আসতে পারতাম না: আপনাদের আর্থিক সাহায্য, ফ্যানলোরে লেখা প্রবন্ধ, Transformative Works and Cultures – TWC (রূপান্তরাত্মক কর্ম এবং সংস্কৃতি)-তে উদ্ধৃতি (সিটেশন্স), Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-এ মন্তব্য ও বাহবা (কুডোস), আর নুতন এবং পুরানো, দুইরকম, অনুরাগীকর্ম। আপনাদের সাহায্য আমাদের কাছে অত্যন্ত প্রিয় এবং দামী, এবং আমরা আপনাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ! এই সদস্য সংগ্রহ অভিযানে আপনাদের যোগদানের জন্য, এবং OTW আজকে যা হয়েছে, তা তৈরি করে দেওয়ার করার জন্যে আপনাদের ধন্যবাদ।


OTW একটি অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা ইত্যাদি একাধিক প্রকল্প অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক পরিচালিত, অনুরাগী দ্বারা চালিত, সম্পূর্ণভাবে অর্থদান সাহায্যে কার্যচালনা করা সংস্থা। আমাদের সম্বন্ধে আরো তথ্য পাবেন OTW-র ওয়েবসাইটে । আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটি অনুবাদ করেছে, তাদের সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।